স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান।
ম্যাচ বিশ্লেষণে ভারতের সাবেক তারকা সুরেশ রায়না ভবিষ্যদ্বাণী করেন, বাবর আজমকে থামিয়ে দিতে পারেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। বাঁহাতি পেসারের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক দুর্বল বলেই এমন ভবিষ্যদ্বাণী করেন রায়না।
আর রায়নার সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেল ম্যাচ শুরুর পর দ্বিতীয় ওভারেই। সেই আর্শদীপে কাটা পড়লেন বাবর আজম।
দ্বিতীয় ওভারের প্রথম বলে পরাস্ত হন বাবর। বল লাগে প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন তুলেন আর্শদীপ। সাড়া দিয়ে আঙুলও তোলেন আম্পায়ার।
বাবর রিভিউ নিলে দেখা যায় লেগ স্টাম্প ছুঁয়ে যেত বলটি। রিভিউতে হেরে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন বাবর আজম।
খেলার এ পর্যায়ে পাকিস্তানের সংগ্রহ ৫.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩১ রান। শান মাসুদ ১৯ ও ইফতেকার ৬ রানে ব্যাট করছেন।
বিশ্বকাপের প্রথম দিনেই ‘সুপারম্যান’ ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচ! (ভিডিওসহ)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।