যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড থাকলেও কেউ অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার পাবেন না বলে দাবি জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সম্প্রতি তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন।
ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় গ্রিন কার্ডধারীদের স্থায়ীভাবে বসবাসের নিয়মেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তিনি বলেন, “কেবল গ্রিন কার্ড থাকলেই কেউ আমেরিকায় অনির্দিষ্টকাল থাকার অধিকার অর্জন করেন না।”
ট্রাম্প প্রশাসন নতুন করে ‘গোল্ড কার্ড’ নামে বিশেষ একটি নাগরিকত্ব ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যার জন্য খরচ পড়বে প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬০ কোটি টাকা। এই ব্যবস্থাটি চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’ বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ঈদে ট্রেনের টিকেট: কোন দিনের অগ্রিম টিকিট কোন দিন বিক্রি হচ্ছে?
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে। একইসঙ্গে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়েও নতুন আইন আনার পরিকল্পনা রয়েছে তাদের।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।