আন্তর্জাতিক ডেস্ক : আছড়ে পড়ল ভয়ঙ্কর ঝড়। স্পেন এবং পূর্তগালের ওপর দিয়ে বয়ে গিয়েছে বিধ্বংসী ঝড়। আর এই ঝড়ে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে সে দেশের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঝড়ের ফলে সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। উপড়ে পড়েছে একাধিক গাছ। আর সেই কারণে কর্তৃপক্ষ বিভিন্ন সড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এমনটাই সে দেশের প্রশাসনিক স্তরে জানা গিয়েছে।
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ঝড় এলসা আইবেরিয়ান উপদ্বীপে আঘাত হানে। বিকালে এর তীব্রতা বৃদ্ধি পায়। সেই সময় প্রবল ঝড়ো বাতাস বয়ে যায় ও ভারি বৃষ্টিপাত হয়। এরপর এলসার পথ ধরে দ্বিতীয় আরেকটি ঝড় ফাবিয়ান এগিয়ে আসে। প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনের কাছে মনতিজোতে ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হন। পর্তুগালের উত্তরাঞ্চলীয় কাস্তো দায়েরিতে ঘর চাপা পড়ে আরও একজন ব্যক্তি মারা যান।
স্পেন সরকারের এক মুখপাত্র জানান, দেশের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াসে ভূমিধসে এক ব্যক্তি মারা যান। গালিথিয়ায় পাথরের দেওয়াল ধসে পড়ে আরেক ব্যক্তি নিহত হন। কার্সিল ও লেয়নে তৃতীয় আরেকজন বন্যার জলে ভেসে যান। স্পেনের প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে, স্পেনের মধ্যে ও দক্ষিণাঞ্চলে এলাসার তাণ্ডব অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। উত্তরে ফাবিয়ান ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে ও ওই উপকূলে ৩০ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের কারণ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


