বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে ‘শেন-ইয়ার’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আজ বুধবার এটি আঘাত হানবে। ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেন-ইয়ার শব্দের অর্থ “সিংহ”।

আইএমডি জানায়, আজ সকালে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। গতকাল রাতের দিকে এটি পশ্চিমাঞ্চলের দিকে ১০ কিলোমিটার গতিতে এগিয়েছিল। আজ দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে এবং এরপর ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করবে।
আগামী ২৪ ঘণ্টা ঘূর্ণিঝড়টি পূর্ণ শক্তি ধরে রাখবে। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আইএমডি জানিয়েছে, বুধবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল—ইন্দোনেশিয়ার কুতা মাকমুর থেকে ১০০ কিমি, মালয়েশিয়ার জর্জটাউন থেকে ২৬০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিম, নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৬০০ কিমি পূর্ব-দক্ষিণপূর্ব এবং নিকোবার চর থেকে ৭৪০ কিমি দক্ষিণপূর্ব দিকে।
মালাক্কা প্রণালির এ ঘূর্ণিঝড় ইন্দোনেশিয়ায় আঘাত হানবে এবং ভারত বা বাংলাদেশের দিকে আগমনের সম্ভাবনা নেই। এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার তৎসংলগ্ন এলাকায় একটি দুর্বল নিম্নচাপও শনাক্ত করা হয়েছে।
বর্ষা পরবর্তী মৌসুমে ‘শেন-ইয়ার’ এই অঞ্চলে সৃষ্টি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আঘাত হানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



