চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নতুন ট্যারিফ আদেশ কার্যকরের ওপর ৩০ দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি (বিএমএলএস) কর্তৃক দায়ের করা এক জনস্বার্থমূলক রিট আবেদনের শুনানি শেষে রবিবার (৯ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের স্থগিতাদেশ থাকা অবস্থায় নতুন ট্যারিফ বাস্তবায়ন না করতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমএলএস নেতারা।
বিএমএলএসের পক্ষে ২০ অক্টোবর দায়ের করা রিট পিটিশনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা এসআরও (নং ৩৬৪-আইন/২০২৫, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫) এবং পরবর্তী সার্কুলার নং ১৮.১৩.০০০০.৫৫১.৩১.০০৯.১৯/৪৭ (তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫)–কে চ্যালেঞ্জ করা হয়।
এসব এসআরও ও সার্কুলারের মাধ্যমে ১৫ অক্টোবর থেকে নতুন ও বাড়তি ট্যারিফ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
রিটে বলা হয়, বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নতুন ট্যারিফ সারণিতে পণ্য ও জাহাজের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে, যা ‘আইনসম্মত কর্তৃত্ব ছাড়া’ জারি করা এবং ব্যবসায়িক খাতে অযৌক্তিক চাপ সৃষ্টি করবে।
শুনানির পর আদালত বিবাদীদের প্রতি (বাংলাদেশ সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ) রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে কেন উক্ত এসআরও ও সার্কুলারকে বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে আদালত ৩০ দিনের জন্য উক্ত সার্কুলারের কার্যকারিতা স্থগিত করেছেন।
শহীদ মিনারে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



