জুমবাংলা ডেস্ক : আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। বুধবার বিমানবন্দরে বিলাওয়ালকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপরকে বই উপহার দেন।
বিলাওয়াল তথ্যমন্ত্রীর মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
কম্বোডিয়ার রাজধানী নমপেনে দুই দিনব্যাপী আসিয়ান আঞ্চলিক ফোরামের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ফোরামে যোগ দিতে নমপেনে পৌঁছেছেন।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠত আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-এইটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি ঢাকা সফর করেননি। বরং আনুষ্ঠানিকতা রক্ষায় পাক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। পরে সম্মেলনের শেষ সময়ে ঢাকা সফর বাতিল করেন হিনা।
হিনার ঢাকা সফর বাতিল নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। সফর বাতিলের কারণ হিসেবে বলা হয়, ডি-এইট সম্মেলনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছিল, সে বিষয়ে ঢাকার প্রতিক্রিয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাদের, যেটি হয়তো ভালোভাবে নিতে পারেনি ইসলামাবাদ।
হিনার ঢাকা সফর বাতিল নিয়ে এসব বিষয়কে অবশ্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তারা উড়িয়ে দেন। পরে সম্মেলনে পাক প্রতিমন্ত্রী হিনা ভার্চুয়াল যুক্ত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।