Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার নতুন পাড়া এলাকা থেকে বিলুপ্ত প্রজাতীর একটি পেঁচা উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩০ জুন) বিকালে পেঁচাটিকে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
পেঁচা উদ্ধারকারী দেলোয়ার হোসেন শাহীন জানান, পেঁচাটি কয়েকদিন ধরে লোকালয়ে অবস্থান করছিলো। কেউ এটিকে হত্যা করতে পারে ভেবে মঙ্গলবার সেটিকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের কাছে পেঁচাটিকে হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।