জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণ হার বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪১ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ২০ দশমিক ৩৯ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, ছয় বেসরকারি ল্যাবরেটরিতে গতকাল শুক্রবার চট্টগ্রামের ২০১ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৪১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৩৮ ও দুই উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৯৮৮ জন। এর মধ্যে শহরের ৯৩ হাজার ২৬৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৭১৯ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে ২ জন ও হাটহাজারীতে একজন রয়েছেন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরি এপিক হেলথ কেয়ারে গতকাল সবচেয়ে বেশি ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৭ ও গ্রামের একজন জীবাণুবাহক পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতালে ৫০ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ১০ জনের শরীরে জীবাণুর উপস্থিতি মিলে। শেভরনে ৪০ টি নমুনায় শহরের ১২টিতে ভাইরাস শনাক্ত হয়। ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ জনের দেহে সংক্রমণ চিহ্নিত হয়। এশিয়ান সেপশালাইজড হাসপাতাল ল্যাবে ৪৫টি নমুনা পরীক্ষায় শহরের ৫ ও গ্রামের একটির পজিটিভ রেজাল্ট আসে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৭ নমুনায় শহরের ২ ও গ্রামের একটিতে করোনাভাইরাস পাওয়া যায়।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, এপিক হেলথ কেয়ারে ১৪ দশমিক ৫৪, শেভরনে ৩০, ইম্পেরিয়াল হাসপাতালে ২০, ল্যাব এইডে ৫০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৩ দশমিক ৩৩ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৪২ দশমিক ৮৬ শতাংশ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।