জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরের নাসিরাবাদে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রস্তুত করার দায়ে ‘মীনা বাজার সুপারশপ’কে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারম্নফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রসেস করা হচ্ছিলো মীনা বাজারে। এছাড়া এ সুপারশপে কর্মচারীদের স্বাস্থ্য সনদ ছিলো না। করোনা ভাইরাসের টিকা সনদ প্রদর্শনে ব্যর্থ হয়েছে। এমনকি নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি হচ্ছিলো, বেকারি পণ্যে মেয়াদ ছিলো না এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছিলো না।
অন্যদিকে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে নগরের অমরচাঁদ রোড ও ফিরিঙ্গী বাজার এলাকায় ১২ দোকানদারকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।