Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরের সদরঘাটে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সদরঘাটে রাসায়নিক গুদামে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
নিউটন দাশ আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে যাচ্ছি আমরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।