স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে, গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন এ অজি তারকা। দলটির অধিনায়কও ছিলেন তিনি।
অপরদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিকে আর দেখা যাবে না চেন্নাই সুপার কিংস য়ের জার্সিতে। এবারের আসরে তাকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। নিলামে তাকে ৭ কোটি রুপিতে কিনে নেয় ব্যাঙ্গালুরু।
ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। আজ শনিবার শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহের উপস্থিতিতে এ নিলামে অংশ নিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে এবার যুক্ত হয়েছে গুজরাট টাইটানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
তবে নিলামের আগে চারজন করে ক্রিকেটারকে সরাসরি দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন দুই দল গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস নিয়েছে তিনজনকে।
নতুন আসরের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স নিলামে খরচ করবে ৪৮ কোটি রুপি। দলটা সরাসরি রোহিত শর্মাকে ১৬ কোটি, জশপ্রীত বুমরাহ ১২ কোটি, সূর্যকুমার যাদব ৮ কোটি ও কাইরন পোলার্ড ৬ কোটি রুপিতে নিয়েছে।
চেন্নাই সুপার কিংসের হাতে ৪৮ কোটি রুপি। আগেই দলে নিয়েছে রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মঈন আলী (৮ কোটি) ও রতুরাজ গয়কদকে (৬ কোটি) রুপিতে।
কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ৪৮ কোটি রুপি। তারা আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), শ্রেয়াস আয়ার (৮ কোটি), সুনীল নারাইন (৬ কোটি)।
দিল্লি ক্যাপিটালসে খরচ করার বাকি ৪৭.৫ কোটি রুপি। রেখে দিয়েছে ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বীশ (৭.৫) কোটি), এনরিক নরকিয়া (৬.৫ কোটি)।
রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৬২ কোটি রুপি। দলে নিয়েছে স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জসওয়াল (৪ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরর হাতে রয়েছে ৫৭ কোটি রুপি। নিয়েছে বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মোহাম্মদ সিরাজ (৭ কোটি)।
সানরাইজার্স হায়দারাবাদের হাতে রয়েছে ৬৮ কোটি রুপি। রেখে দিয়েছে কেইন উইলিয়ামসন (১৪ কোটি), আব্দুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)।
নিলামে পাঞ্জাব কিংস খরচ করবে ৭২ কোটি রুপি। রেখে দিয়েছে মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি), আর্শদীপ সিংহ (৪ কোটি)।
নতুন দল লখনৌ সুপার জায়ান্টসের হাতে রয়েছে ৫৯.৮ কোটি রুপি। এরই মধ্যে দলে নিয়েছে লোকেশ রাহুল (১৭ কোটি), মার্কাস স্টোইনিস (৯.২ কোটি), রবি বিষ্ণোই (৪ কোটি)।
গুজরাট টাইটান্সের হাতে রয়েছে ৫২ লাখ রুপি। তারা এরইমধ্যে ৩জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।