জুমবাংলা ডেস্ক: চাঁদপুর জেলায় এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ এর ৫ দিনে ভ্রাম্যমাণ আদালতে ৬৬১টি মামলায় ৫ লাখ ৪৪ হাজার ৮২০টাকা জরিমানা আদায় করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এ তথ্য জানান ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার জানান, লকডাউনের প্রথম দিনে স্বাস্থবিধি না মানায় ৫৬ মামলায় ৫৬ জনকে ৩৯ হাজার ৫০ টাকা অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থবিধি না মানায় ১০৬ মামলায় ১০৬ জনকে ৬৯ হাজার ৬শ’ টাকা অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিন রাতে চাঁদপুর শহরে স্বাস্থবিধি না মেনে অযথা ঘুরাঘুরির ও মাস্ক না পরার অপরাধে ২৯ মামলায় ২৯ জনকে ১৭ হাজার ৯শ’ টাকা অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের তৃতীয় দিনে জেলায় ১৬৭ মামলায় ১৬৭ জনকে ১ লাখ ২৯ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এসব জরিমানা আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২২টি।
লকডাউনের চতুর্থ দিনে জেলায় ১৬০ মামলায় ১৬০ জনকে ১ লাখ ৫৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১১টি।
লকডাউনের পঞ্চম দিনে জেলায় ১৪৩ মামলায় ১৪৩ জনকে ১ লাখ ৩১ হাজার ৯২০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১৭টি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।