জুমবাংলা ডেস্ক : ঈশ্বরদীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় খুলনার এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত যুবলীগ নেতা শেখ শহিদ আলী (৩৭) খুলনার সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সোনাডাঙ্গার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে।
শনিবার (২৭ জুন) সকাল ৮টায় ঈশ্বরদীর দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত শেখ শহিদের বন্ধু মাসুদ রহমান মুঠোফোনে জানান, গতকাল শুক্রবার খুলনায় করোনা আক্রান্ত হয়ে যুবলীগ নেতা শহিদের একমাত্র চাচা শেখ সোহরাব আলীর মৃত্যু হয়।
শহিদ ওই সময় নিজের ব্যবসার কাজে ও বোনের বাড়িতে বেড়াতে দিনাজপুরে অবস্থান করছিলেন। চাচার মৃত্যুর খবরে শনিবার ভোরে দিনাজপুর থেকে রওয়ানা হয়ে নিজের পিকআপে খুলনা যাচ্ছিলেন।
পাকশী হাইওয়ে পুলিশের ওসি আব্দুল হাকিম জানান, দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকের পাশে বসে থাকা গাড়ির মালিক শেখ শহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। তারা মরদেহ নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।