চাল সিন্ডিকেটের মূল হোতা আব্দুর রশিদ গ্রেফতার

জুমবাংলা ডেস্ক : সারা দেশের চাল সিন্ডিকেটের অন্যতম হোতা চাল রশিদকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ সিহাবুর রহমান। গত ১৭ সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রডাক্টস লিমিটেডের মালিক।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে সিআর ৬৪৩/২৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ (শনিবার) তাকে শহর থেকে গ্রেফতার করা হয়। সে পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আব্দুর রশিদ সারা দেশের চাল সিন্ডিকেটের প্রধান। তার ইশারায় চালের দাম উঠানামা করত। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়।

‘ফ্যাসিবাদীদের ক্ষমার কোনো প্রশ্নই আসে না’