আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাবালপুরে ট্রাফিক সিগন্যালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আর এ ঘটনা দৃশ্য ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। ট্রাফিক সিগন্যাল পড়ায় অনেক গাড়ি সেখানে দাঁড়িয়ে ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ একটি বাস এসে তাদেরকে পিষে ফেলে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাসের চালক হার্ট অ্যাটাক করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে এমন দুর্ঘটনা ঘটে। হার্ট অ্যাটাকে বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর বাস চাপা দিলে এতে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন রিকশাচালক এবং মোটরবাইক চালক গুরুত্বর আহত হয়েছে।
পুলিশ আরও জানায়, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারব। তবে বাসটির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। বাসটির চালক হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে বাসটি এসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি ই-রিকশাকে ধাক্কা দেয়। এতে ছয়জন গুরুত্বর আহত হয়েছে। বাসের চাপায় যার মৃত্যু হয়েছে তার নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাস চালকের নাম হারদেব পাল। বয়স ৬০ বছর। তিনি জাবালপুর শহরে দীর্ঘদিন ধরে বাসের চালক হিসেবে কাজ করেন। ওই দিন বাস চালাতে গিয়ে তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করায় এ ঘটনা ঘটে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।