Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ককেশাস-২০২০ যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই মহড়া শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনাবাহিনী অংশ নিয়েছে।
মস্কো বলছে, ককেশাস-২০২০ মহড়ায় সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য অংশ নেবে। এছাড়াও আড়াইশ ট্যাংক, সাড়ে চারশ’ সাজোয়া যান এবং দুইশ’ আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নেয়ার কথা রয়েছে।
কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে মহড়ায় যোগ দেবে ইরানের বিভিন্ন যুদ্ধযান। প্রায় ৬০টি রুশ সামরিক পরিবহন বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাবে।
রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে। পার্সট্যুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।