জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১টার দিকে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে এ লাইনচ্যুতর ঘটনা ঘটে।
এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী রিলিফ ট্রেন।
এদিকে এ ঘটনায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে আটকা পড়ে আছে। অপরদিকে যশোর এবং ঝিনাইদহের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে সীমান্ত ও নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন। এতে কয়েক শত যাত্রীর ভোগান্তিতে পড়েছেন।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, একটি তেলবাহী ট্রেন খুলনা অভিমুখে যাচ্ছিল। উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টের কাছে লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।