জুমবাংলা ডেস্ক : ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী এগিয়ে আছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য গণভবনে গিয়েছেন তারা।
এখন পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও এরমধ্যেই তারা গণভবনে যান। তবে গণভবনে প্রবেশের সময় সাংবাদিকদের কোনো প্রতিক্রিয়া জানাননি।
সাংবাদিকরা জানান গণভবনে থাকা অবস্থায় যদি ফলাফল ঘোষণা করা হয় তাহলে হয়ত এখানেই তারা তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন।
উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়ালের চেয়ে এগিয়ে আছেন। উত্তরে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩১৮টি।
অন্যদিকে, দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনের চেয়ে এগিয়ে আছেন তাপস। উত্তরে মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি। তাপস নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। সূত্র : সময় নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।