Advertisement
জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে ভাইয়ের সঙ্গে নিজ বাসায় চোর পুলিশ খেলতে গিয়ে বেল্ট পেঁচিয়ে সামিদ (১০) নামের তৃতীয় শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রায়পুর পৌরশহরে বাস টার্মিনাল এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।
নিহত সামিদ সদর উপজেলার মীরগঞ্জ গ্রামের বাসিন্দা ও রায়পুর বাজারের বেকারি ব্যবসায়ী শামিম হোসেনের ছেলে। নিহত শিশু তৃতীয় শ্রেণির ছাত্র।
স্বজনরা জানায়, সামিদ তার ভাইয়ের সঙ্গে চোর-পুলিশ খেলা করেতে গিয়ে একজন আরেকজনকে বেল্ট পেঁচিয়ে টানাটানির এক পর্যায়ে জ্ঞান হারায়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



