জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও উপজেলার জগন্নাথদীঘি, গুনবতী বাজার, ধোড়করা বাজারসহ বিভিন্ন স্থানে আজ শনিবার সকাল ৭ টা থেকেই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীকে ২০ টি মামলায় ৩২ হাজার ৪ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার বাসসকে বলেন, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ২০টি মামলায় ৩২ হাজার ৪ শত টাকা জরিমানা করেন। এসময় পথচারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর সদস্য ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।