শেষ বাঁশির আগ পর্যন্ত উত্তেজনা থেমে ছিল না চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে। একযোগে চলা ম্যাচগুলো যেন প্রতিটি গোল নতুন করে লিখে দিয়েছে পয়েন্ট টেবিলের গল্প। শেষ রাউন্ডের এই রাত ছিল নাটক আর আবেগের মেলবন্ধন- কিছু দলের জন্য আনন্দের উচ্ছ্বাস, আবার কিছু দলের জন্য হতাশার ছায়া।

শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দল-আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে।
বায়ার্ন মিউনিখ পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জয়লাভ করে তাদের অবস্থান নিশ্চিত করেছে। অপরদিকে, রিয়াল মাদ্রিদ এক নাটকীয় ম্যাচে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে গিয়ে শেষ রাউন্ডে তৃতীয় থেকে নবম স্থানে নেমে গেছে। ফলে, তাদের এখন খেলতে হবে প্লে-অফে।
বিদায়ের খুব কাছাকাছি গিয়ে অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। এছাড়া, জোসে মরিনিয়োর টটেনহ্যামও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।
চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলো। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। তাদের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস, আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলোও প্লে-অফে খেলবে।
বিদায় নিয়েছে কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।
সরাসরি শেষ ষোলোয় উঠেছে:
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।
প্লে-অফে খেলবে:
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


