আন্তর্জাতিক ডেস্ক : একটা ছবির মত সুন্দর গ্রাম। পাশাপাশি বাড়ি। বাড়ির সঙ্গে সবুজ ঘাসে ভরা জমি। গোটা গ্রামটা বড় বড় গাছের সারিতে ভরা। এ গ্রামের মধ্যে যাতায়াতের জন্য কিন্তু কোনও রাস্তা নেই।
রাস্তা বিহীন শহর হিসাবে ধরা হয় ভেনিসকে। ইতালির ভেনিস শহরের রাস্তা মানেই মূলত জলপথ। এই রূপকথার মত গ্রামটিও ঠিক তাই। এই গ্রামেও কোনও রাস্তা নেই। আছে কেবল জলপথ।
সেই পরিখাই এঁকে বেঁকে গোটা গ্রামে ছড়িয়ে আছে। ফলে গ্রামের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে নৌকা ছাড়া গতি নেই। গ্রাম জুড়ে এই জলপথ জালের মত ছড়িয়ে আছে সর্বত্র পৌঁছনোর জন্য।
এই একটা গ্রামে মোট জলপথের পরিমাণ প্রায় ৬ কিলোমিটার। এভাবে জলই একমাত্র পথ হওয়ায় এই গ্রামকে বলা হল ডাচ ভেনিস। কারণ গ্রামটি নেদারল্যান্ডসে অবস্থিত।
নেদারল্যান্ডসের এই গিথুরন গ্রামের সবই বাড়িই কটেজের মত করে তৈরি। অধিকাংশই একতলা। সামনে সবুজ গালিচার মত ঘাসের ঢালু জমির ধার ধরে রঙিন ফুলের মেলা। কোথাও অপরিস্কার বলে কিছু নেই, সব বাড়ির সামনের বাগান ঘেঁষা জলপথ। সেখানে নৌকা বাঁধা থাকে।
তবে এখানে জলের ধার ধরে সরু রাস্তা করা আছে। যেখান দিয়ে কেবল ২ চাকার যান যেতে পারে। অর্থাৎ সাইকেল বা বাইক যাওয়ার মত অপরিসর পথ। গিথুরন এতটাই সুন্দর ছবির মত গ্রাম যে গ্রামটি দেখা বা এখানে কটা দিন কাটানো যে কোনও মানুষের স্বপ্ন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।