ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, সহ-সমন্বয়ককে শোকজ

জুমবাংলা ডেস্ক : বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এসেছে, যা আমাদের নীতি ও আদর্শের পরিপন্থি।

এতে আরো বলা হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে তিন কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করে কারণ দর্শাতে হবে।

বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মেহেদী হাসান বাবু কেন্দ্রীয় সহ-সমন্বয়কের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।