জমজমাট লড়াই শেষে প্রথম পুরস্কার জিতল কালাপাহাড়
জুমবাংলা ডেস্ক: নড়াইলের এস এম সুলতান মেলায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট গ্রামীণ ষাঁড়ের লড়াই। ঐতিহ্যবাহী এ লড়াই দেখতে শনিবার সকাল থেকে ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে ভিড় করেন লক্ষাধিক দর্শক।
লড়াইয়ে অংশ নিয়েছে যশোর, খুলনা, মাগুরা, সিলেট, চট্টগ্রাম থেকে আসা নানা ধরনের ষাঁড়। হায়েনা, লালময়না, কালাপাহাড়, লালপাখি, খুলনার টাইগার ইত্যাদি বাহারি নামে এসেছিল এসব ষাঁড়।
একেক করে লড়াইয়ে নামে ষাঁড়গুলো। তুমুল উত্তেজনাপূর্ণ এই খেলা চলে সন্ধ্যা পর্যন্ত। শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে প্রথম পুরস্কার জিতে নেয় যশোরের নোয়াপাড়ার রানাবসের কালাপাহাড় নামে ষাঁড়টি।
এছাড়াও দ্বিতীয় হয়েছে মাগুরার আলাউদ্দিনের লালপাখি এবং তৃতীয় হয়েছে নোয়াপাড়ার কিংকরের ষাঁড়। প্রথম পুরস্কার ছিলো একটি ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ৩২ ইঞ্চি ও ২৬ ইঞ্চি এলইডি টেলিভিশন।
১৪ দিনব্যাপী নড়াইলের সুলতান মেলায় গ্রামীণ খেলাধুলার সবচেয়ে আকর্ষণীয় এই ষাঁড়ের লড়াই উপভোগ করতে আসা দর্শকরা দুই বছর পর এই আয়োজন দেখতে পেরে বেশ খুশি ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।