জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করতে বনানী কার্যালয়ে গেছেন।
আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি কার্যালয়ে প্রবেশ করেন।
জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচন এবং এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলাপ করবেন পিটার হাস। বৈঠকে জাতীয় পার্টির উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে সম্প্রতি ভারত সফর করেছেন পিটার হাস। সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈঠকে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বারবার বলছে- বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা; কিন্তু চীনা হস্তক্ষেপে যা বাধাগ্রস্ত হতে পারে বলে দেশটির আশঙ্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।