জুমবাংলা ডেস্কঃ ১৬তম জাতীয় সামার এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২২ এ ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদকসহ মোট ৪২টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদিকে ১৯টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া উক্ত প্রতিযোগিতায় বিমান বাহিনী ০১টি রৌপ্য, বিকেএসপি ০৩টি রৌপ্য, বাংলাদেশ আনসার ০১টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জ, বাংলাদেশ জেল ০১টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ, পুলিশ ০১টি রৌপ্য, নড়াইল ০২টি ব্রোঞ্জ এবং নোয়াখালী ০১টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
উক্ত প্রতিযোগিতায় নৌবাহিনীর খেলোয়ারগণ বিভিন্ন ইভেন্টে বেশ কয়েকটি নতুন জাতীয় রেকর্ড অর্জন করতে সক্ষম হয়। এর মধ্যে এ্যাথলেটিকস এ ১১.৯৬ সেকেন্ডে নৌবাহিনীর শিরিন আক্তার দ্রুততম মানবী এবং হাইজাম্পে ১.৭৪ মিটার উচ্চতায় লাফিয়ে নৌবাহিনীর উম্মে হাফসা রুমকি জাতীয় রেকর্ড গড়েছেন। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ সামরিক কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।