Advertisement
স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে আর দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন দারুণ ছন্দে থাকা সাকিব। বিপিএলের সপ্তম আসরে রংপুরের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন তিনি।
এই মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ওয়েন মরগানের যোগ দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরে। তখনি সাকিবের ঢাকা ছাড়ার বিষয়টিও চলে আসে সামনে। একই দলে মরগান আর সাকিব থাকলে আইকন ক্রিকেটার কে হতো সেটাও একটা প্রশ্ন। গত দুই আসরে ঢাকার নেতৃত্ব দিয়ে শিরোপা জিততে পারেননি। অপরদিকে সবশেষ আসরে রংপুরের নেতৃত্বে থাকা মাশরাফী শিরোপা এনে দিয়েছেন দলটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।