জুমবাংলা ডেস্ক : গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেও তার ফুসফুসের সংক্রমণ কমছে না। তার জ্বরও রয়েছে।
রবিবার এ কথা জানিয়েছেন গণস্বাস্থের গণসংযোগ কর্মকর্তা মো.ফরহাদ।
তিনি বলেন, এদিন স্যারের জ্বর ছিল একশ এক। এছাড়া ফুসফুসে সংক্রমণ রয়েছে। তার চিকিৎসা চলছে। পরিপূর্ণ সুস্থ না হলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না।
ফরহাদ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৯ মে থেকে তিনি গণস্বাস্থের নগর হাসপাতালের কেবিনেই রয়েছেন।
এদিকে গনস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও করোনা কিট প্রকল্পের প্রধান ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ফুসফুসের সংক্রমণ বাড়ছে আবার কমছে। তাই ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। বাকি সব ভালো আছে।
গত ২৪ মে রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হন জাফরুল্লাহ চৌধুরী। ২৫ মে গণমাধ্যমকে জানানো হয় তার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি। ২৯ মে তাকে গণস্বাস্থের নগর হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ জুন করোনা মুক্ত হন জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু ফুসফুসের সংক্রমণের কারণে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন গণস্বাস্থের চিকিৎসকরা। এখনও তিনি হাসপাতালেই আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।