জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন।
তিনি আরো বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওবায়দুল কাদের শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাভারের নবীনগর-চন্দ্রা সড়ক পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের আসন্ন সম্মেলনকে ঘিরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার তরফ থেকে দায়িত্ব প্রাপ্ত নেতাদের তালিকা দেয়া হয়েছে।
তিনি বলেন, কোন বিতর্কিত ব্যক্তি যাতে আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতৃত্বে স্থান না পায় সে বিষয়েও তাঁর (শেখ হাসিনার) নির্দেশনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


