ব্যবসায়ীদের হাত ছাড়া দেশ অচল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্যবসাখাতে সবচেয়ে বড় সংকট, চাঁদাবাজি ও লাল ফিতার দৌরাত্ম্য। ক্ষমতায় গেলে এই লাল ফিতার দৌরাত্ম্য কেটে টুকরো টুকরো করা হবে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১
দেশ থেকে চাঁদাবাজি দূর করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। তিনি বলেন, মায়েদের যথাযথ সম্মান দিয়ে তাদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করতে চায় দলটি। বলেন, মায়েদের ৩ ঘণ্টার বেতন সমন্বয় করবে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


