জার্মানিতে বাংলাদেশ আরচ্যারি দল, অংশ নিবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শিপে

আরচ্যারি

স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড আরচ্যারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রোববার জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছে ৯ সদস্যের বাংলাদেশ আরচ্যারি দল। আজ (৩১ জুলাই) থেকে ৬ আগস্ট পর্যন্ত জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২৩’।

আরচ্যারি

চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ আরচ্যারি দল।

কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে আরচ্যারি দল। কোচ ও কর্মকর্তাসহ ৯ জনের ওই দলে রয়েছেন চারজন পুরুষ ও দুইজন মহিলা আর্চার। তারা হলেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, মো: সাগর ইসলাম, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী ও বন্যা আক্তার।

স্বামীকে ‘দাদা’ বলে সম্বোধন করলেন সৌরভরের স্ত্রী!