লাইফস্টাইল ডেস্ক: খাদ্যাভাস পরিবর্তনসহ নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা গেলেও, অনেকের পক্ষেই তা নিয়মিত অনুসরণ করা কষ্টকর হয়ে পড়ে।
নিয়মিত জীবনযাপনের পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে ভরসা রাখতে পারেন জাদুকরী এক পানীয়ের উপর। প্রাকৃতিকভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ ওজন কমাতেও কাজ তরে জিরা পানি।
জিরা সবার রান্নাঘরেই থাকে। এই উপাদানটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং শরীরেরও অনেক উপকারে আসে। সারারাত জিরা পানিতে ভিজিয়ে রেখে সকালে ওই পানি খালি পেটে পান করলে নানা উপকার মেলে শরীরে। জানেন কি, জিরা পানি শরীরের জন্য অনেক উপকারী।
হাজার বছরেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জিরা পানি। বৈজ্ঞানিকভাবেও জিরার গুণাগণ প্রমাণিত হয়েছে। প্রতিদিন মাত্র এক গ্লাস জিরা পানি পান করলে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. আশুতোষ গৌতমের মতে, জিরা পানি শরীরের ইনসুলিন উৎপাদনকে উদ্দীপিত করে। যা রক্তে শর্করার মাত্রা ধরে রাখতে সাহায্য করে।
সেই সঙ্গে এই পানীয় নিয়মিত পান করলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আসে। রক্তে শর্করার মাত্রা কমাতে খালি পেটে এটি পান করতে পারেন। এ ছাড়াও জিরা ভেজে গুঁড়ো করে পানিতে মিশিয়ে পান করলেও উপকার পাবেন।
জিরা পানি পান করলে গ্লাইকোসাইটস হিমোগ্লোবিনের স্তরও নিয়ন্ত্রণে থাকে। প্রতিবার খাওয়ার আধা ঘণ্টা পরে জিরা পানি পান করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
শুধু ডায়াবেটিস নয়, হৃদয়, পেট, চুল বা ত্বকের জন্যও জিরা পানি উপকারী। জেনে নিন জিরা পানি খেলে আরও যেসব উপকার পাবেন-
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
- অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাবে ব্যথা কমবে।
- হজম এবং বিপাক বাড়বে।
- অনিয়মিত পিরিয়ড নিয়মিত হবে।
- ত্বকের বয়স কমবে এবং ত্বক ভালো থাকবে।
- ব্রণ এবং ত্বকের ফ্রি র্যাডিকেল দূর হবে।
- চুল ভালো হবে।
- হৃদরোগের ঝুঁকি কমায়।
- রক্ত স্বল্পতার সমস্যা কমবে।
তথ্যসূত্র: ফেমিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।