স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগে পবিত্র হজ পালন করেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে আলোচনায় থাকা এ ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন কোথায় তিনি জীবনের সেরা দিনগুলো কাটিয়েছেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হজ পালনকালের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিনগুলো।’
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষষ সিরিজ খেলার পর বিশ্রামের কথা বলে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় টাইগার অলরাউন্ডার রিয়াদকে। ব্যাট হাতে ছন্দে থাকার পরও বেশ কয়েকটি সিরিজে নিজের জায়গা হারান তিনি। এরপর এশিয়া কাপের জন্য ঘোষিত টাইগার দলেও সুযোগ পাননি অভিজ্ঞ এই ক্রিকেটার।
অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধনও করেন ক্রিকেটপ্রেমীরা।
আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের মূল স্কোয়াড নির্বাচন করা হবে এশিয়া কাপের দলের ওপর ভিত্তি করেই। তবে বিশ্বকাপের আগে যদি সেখানকার কোনো ক্রিকেটার চোটে পড়েন তাহলে বিপাকে পড়তে হবে বিসিবিকে। এই ভাবনা থেকেই মূলত ব্যাক-আপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই দিক বিবেচনা করেই স্কোয়াডের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।