জুমবাংলা ডেস্ক : আগামী জুন মাসের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন চালু হওয়ার আশা প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, নির্ধারিত সময় জুনের মধ্যে রেললাইনের কাজ শেষ সম্পন্ন হতে পারে। এক সময় এটি স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবায়নের পথে। সারা দেশের মানুষ ট্রেনে করে পর্যটন নগর কক্সবাজারে আসার অপেক্ষায় আছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজারের আইকনিক স্টেশনে উপস্থিত সাংবাদিকদের সামনে মন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। কক্সবাজারে চলাচলের জন্য টুরিস্ট কোচের আদলে উন্নতমানের কোচ দিয়ে ট্রেন চালানো হবে। এ জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে। ৫৪টি কোচ কেনা হবে, যেগুলোর জানালা সুপ্রশস্ত। মানুষ অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে।
মন্ত্রী নির্মাণাধীন আইকনিক স্টেশন ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখেন। আগামী এপ্রিল মাসের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। মন্ত্রী পরে প্রায় ৩০ কিলোমিটার নতুন লাইনে পরিদর্শন করেন। ৬০ কিলোমিটার রেললাইন সমপন্ন হয়েছে।
উলে্লখ্য, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মোট ১০০ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মিত হচ্ছে। পুরো প্রকল্পে ৩৯টি বড় সেতু এবং ২৪২টি কালভার্ট রয়েছে। হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও ওভাপাস নির্মাণ করা হচ্ছে। রেল লাইনটা নির্মিত হলে ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।