জুবলি রোডে ওফা’র নতুন কার্যালয় উদ্বোধন

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের জুবলি রোডে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশনের (ওফা )ওফা নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ শাখার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত প্রাক্তন ক্যাডেটরা অংশগ্রহণ করেন ।

এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত ওফা-র নির্বাচনে ১৬তম ব্যাচের কামরুল ইসলাম মজুমদারকে সভাপতি নির্বাচন করা হয়।

চট্টগ্রাম কমিটির অভিষেক অনুষ্ঠান এবং নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিজিবি’র বিদায়ী সেক্রেটারি জেনারেল কিশোয়ার ইমদাদ(২৪তম ব্যাচ), ওফা-র বিদায়ী কেন্দ্রীয় চেয়ারম্যান হেলাল মোখলেস আলম (১১তম ব্যাচ), ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক শিকদার, কর্নেল (অব.), সালাহউদ্দিন বীর প্রতীক (৪র্থ ব্যাচ), প্রফেসর হায়াত হোসেন (৪র্থ ব্যাচ), কামাল হায়াত (৪র্থ ব্যাচ), নিজাম সেলিম (৯ম ব্যাচ), ঢাকা চ্যাপটারের সভাপতি ইসা মইনুদ্দিন(২৯ তম ব্যাচ), পেডরোলো এন কে লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নাদের খান, ইমরান খানক (৩৬তম ব্যাচ)।

ওফা চট্টগ্রাম চ্যাপটারের নব নির্বাচিত নতুন কমিটির পরিচিতি:

১। সভাপতি – কামরুল ইসলাম মজুমদার (১৬তম ব্যাচ)

২। সহ সভাপতি – এম ইসহাক চৌধুরী (১৭ তম ব্যাচ)

৩। সহ সভাপতি – গোলাম মোহাম্মদ তৈয়ব আলী (৩৫ তম ব্যাচ)

৪। সাধারন সম্পাদক – ইমরান খান (৩৬ তম ব্যাচ)

৫। যুগ্ন সাধারন সম্পাদক – আশরাফুল ইসলাম শোভন ( ৩৯ তম ব্যাচ)

৬। কোষাধ্যক্ষ – ইমতিয়াজ আলম (৩৭ তম ব্যাচ)

৭। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক – মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী (৩৪ তম ব্যাচ)

৮। সাংগঠনিক ও প্রচার সম্পাদক – মঈন উদ্দিন চৌধুরী (৪৮ তম ব্যাচ)

৯। সদস্য – এ কে এম হারুনুর রশীদ (৩০ তম ব্যাচ)

১০। সদস্য – আসিফ ইকবাল পলাশ (৪০ তম ব্যাচ)

১১। সদস্য – মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী (৪৫ তম ব্যাচ)

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *