জুমবাংলা ডেস্ক: স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য দেশের ১৬ জন কৃতি সন্তান ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে জুমবাংলা যুগপূর্তি সম্মাননা ২০২২।
সম্মাননা প্রদান অনুষ্ঠানটি বুধবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
জুমবাংলা যুগপূর্তি সম্মাননা যাঁরা পাচ্ছেন-মুক্তিযুদ্ধে (মরণোত্তর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা গাজী সালেহ উদ্দিন, শিক্ষায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, কথাসাহিত্যে আনিসুল হক, চিত্রশিল্পে স্বাধীন বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে. জি. মুসতাফা, চিকিৎসায় লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সমাজসেবায় খুলনার প্রত্যন্ত এলাকার অনির্বাণ লাইব্রেরি, সাংবাদিকতায় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম, ফটোগ্রাফিতে আলোকচিত্রী পাভেল রহমান, আবৃত্তিতে শব্দসৈনিক আশরাফুল আলম, কবিতায় সময় টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর খান মুহাম্মদ রুমেল, ছড়ায় সিনিয়র তথ্য কর্মকর্তা পাশা মোস্তফা কামাল, গীতিকবিতায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল আলম চৌধুরী, সংগীতে নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী, কৃষিতে নওগাঁর তরুণ কৃষক সোহেল রানা, জনসচেতনতায় বস্ত্র প্রকৌশলী সাঈদ রিমন, নারী উদ্যোক্তা হিসেবে উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং তথ্যপ্রযুক্তিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন।
জুমবাংলার সম্পাদক হাসান মেজর জানান, ‘প্রকাশক ইউসুফ চৌধুরীর হাত ধরে ২০০৯ সালে নিউজ পোর্টালটির প্রতিষ্ঠার পর থেকে আমাদের সাংবাদিকতার লক্ষ্য ছিল বাংলাদেশকে ইতিবাচকভাবে বিশ্বব্যাপী তুলে ধরা এবং পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে ‘কনটেন্ট’ তৈরির মাধ্যমে তাদের জীবনকে আনন্দঘন করে তোলা। এই এক যুগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘প্লাটফর্মে’ যুক্ত হয়েছেন দেশ-বিদেশের প্রায় দুই কোটি মানুষ।’
তিনি বলেন, ‘জুমবাংলা এমন এক সময়ে এক যুগ পেরিয়েছে যখন দেশ ও জাতি উদযাপন করেছে ‘মুজিববর্ষ’ ও মহান বিজয়ের ‘সুবর্ণজয়ন্তী’। আমরা এই সময়টাকে স্মরণীয় করে রাখতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করছি।’
উল্লেখ্য, ২০২০ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রথম যে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দিয়েছে তার মধ্যে জুমবাংলা অন্যতম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।