সাইফুল ইসলাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ আগস্ট) দুপুরে অধিদপ্তরের তথ্য ভবনে জুম মিটিংয়ের মাধ্যমে ভার্চ্যুয়ালি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অন্যানের মধ্যে পরিচালক ও উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব মো: মকবুল হোসেন সচিব জেলা তথ্য কর্মকর্তাদের দিক-নির্দেশনা মূলক বক্তব্যে ৫ই আগস্ট শেখ কামালের জন্মদিন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালনসহ বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদারে দিকনির্দেশনা দেন।
এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব মো: মকবুল হোসেন সচিব সম্প্রতি জণপ্রশাসন পদক প্রাপ্তিতে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মানিকগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


