জুমবাংলা ডেস্ক : ভোলার সমুদ্র মোহনায় জেলের জালে ধরা পড়েছে ১০টি ফ্লাইং ফিশ বা পাখি মাছ। ওই মাছের ওজন ২০ থেকে ২৫ কেজি।
সোমবার দুপুরে ওই মাছ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মৎস্য ঘাটে এনে ডাকে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার খাল মৎস্য ঘাটের আড়তদার মো. জাকির হোসেন।
তিনি জানান, ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় রোববার রাতে জেলেদের জালে ওই ১০টি মাছ ধরা পড়ে। পরে সোমবার সকালে জেলেরা চরফ্যাশনের সামরাজ ঘাটে নিয়ে এলে ভালো দাম না পাওয়ায় মাছগুলো দুপুরের দিকে ভোলার খাল মৎস্য ঘাটে এনে ডাকের মাধ্যমে কোনোটি ৩ হাজার কোনটি ২ হাজার ৫শ’ আবার কোনোটি ১ হাজার ৮শ’ টাকা দরে প্রায় ২৫ হাজার টাকায় বিভিন্ন ব্যাপারীর কাছে বিক্রি করা হয়।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, আমার জানা মতে ভোলা জেলায় এবার প্রথমবারের মতো এ মাছ জেলেদের জালে ধরে পড়েছে। এ মাছগুলোকে ফ্লাইং ফিশ বা স্পিড ফিশ বা গ্রামের মানুষ এটিকে পাখি মাছ বলেন।
তিনি আরও জানান, এ মাছগুলো মূলত গভীর সমুদ্রের দ্রুতগতির মাছ। এছাড়াও এ মাছ মানবদেহের জন্য উপকারী বলে তিনি দাবি করেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel