স্পোর্টস ডেস্ক: অধিনায়ক জো রুটের ওপর চাপটা বাড়ছিল পাল্লা দিয়ে। শেষ ১৭ টেস্টে ইংল্যান্ড জিতেছে মোটে একটি। অবশেষে রুট নিজে থেকেই সরে দাঁড়ালেন। ছেড়ে দিলেন ইংল্যান্ডের অধিনায়কত্ব। আজ শুক্রবার এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে বিষয়টি।
রুট পাঁচ বছর দলটির অধিনায়ক ছিলেন। তার অধীনে ইংল্যান্ড খেলেছে ৬৪ টেস্ট। তার চেয়ে বেশি টেস্টে দলটিকে নেতৃত্ব দেননি আর কোনো ইংলিশ অধিনায়ক। রুটের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে ২৭ ম্যাচে, হেরেছে ২৬ ম্যাচে। জয় আর হারের সংখ্যাতেও অধিনায়ক রুট অনন্য।
রুটের ওপর চাপ আসতে থাকে গেল বছর ইংল্যান্ডের পারফর্ম্যান্সের কারণে। শেষ দেড় বছরে ১৭ টেস্ট খেলে দলটি জিতেছে মোটে ১টি টেস্টে। সেই চাপে রুট এবার নিজেই সরে গেলেন নেতৃত্ব থেকে।
বিবৃতিতে রুট বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আমি বিষয়টা নিয়ে চিন্তা করার সময় পেয়েছি। তারপরই আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে, আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল এটিই। আমার কাছের মানুষদের সঙ্গে আলোচনা করার পরই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’
অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন ক্রিকেট ছাড়ছেন না সহসাই। তার বিদায়ের পর কাকে অধিনায়ক করবে ইংল্যান্ড, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। চোটের সঙ্গে যুঝতে থাকা বেন স্টোকস, জস বাটলাররা আছেন এই তালিকায়। তাদের মধ্যে কাকে অধিনায়ক করবে ইংলিশরা, তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।