জুমবাংলা ডেস্ক:ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৫ আগস্ট দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
রিটে ওই প্রজ্ঞাপন বাতিল বা প্রত্যাহার এবং কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তিনি জানান, আজ আদালতের অনুমতি নিয়ে রিট আবেদন করেছি। আগামী রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
রিটে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়িয়ে গত ৫ আগস্ট সরকারের জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত করা হবে না এবং প্রজ্ঞাপনটি প্রত্যাহার বা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, যৌক্তির কারণ ছাড়াই অবৈধভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা আইনের লঙ্ঘন হয়েছে। এই আকস্মিক এই মূল্য বৃদ্ধি মানুষের দৈনন্দিন ও পারিবারিক জীবন-যাপনে অস্থিতিশীলতা তৈরি করবে।
দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে মালয়েশিয়ায় কর্মীদের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel