জার্মানির এক ব্যক্তি নিজের জ্যাকেটের পকেটে ফেলে রাখা একটি পুরনো লটারির টিকিটে পেয়ে গেলেন জীবন বদলে দেওয়া ভাগ্য—এক কোটি ৫৩ লাখ ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২১৮ কোটি টাকা! ছয় মাস ধরে ওই টিকিটটি তার অজান্তেই পকেটে পড়ে ছিল।
ঘটনাটি জার্মানির ফ্রাঙ্কফার্ট শহরের। মার্চ মাসে অনুষ্ঠিত লটারির বিজয়ীর সন্ধানে আয়োজকরা যখন রাস্তায় পোস্টার লাগাচ্ছিলেন, তখন সেই ভদ্রলোকও ভাবছিলেন—‘কে সেই ভাগ্যবান ব্যক্তি?’
এএফপির প্রতিবেদনে বলা হয়, বিজয়ীর খোঁজে যখন রেডিও ও সংবাদমাধ্যম সরব, তখনও তিনি মজার ছলে ভাবছিলেন, “এত বিপুল অর্থ না নেওয়া লোকটা নিশ্চয়ই নির্বোধ!”
কিন্তু মাস কয়েক পর, শীতের আগমনে যখন তিনি পুরনো প্রিয় জ্যাকেটটি পরে নিলেন, তখনই ঘটল বিস্ময়কর ঘটনা। পকেট হাতড়ে বেরিয়ে এলো একটি কুঁচকানো লটারির টিকিট—যেটিই আসলে সেই কোটি ইউরোর টিকিট!
ভদ্রলোক পরে বলেন, “আমার মাথায় কখনোই আসেনি যে যাকে সবাই খুঁজছিল, সে আসলে আমি নিজেই!”
পুরস্কার নিশ্চিত হওয়ার পর তিনি ও তার স্ত্রী সিদ্ধান্ত নেন, এই খবর তারা কাউকেই জানাবেন না। বিপুল অর্থের মালিক হয়েও দম্পতির সরল পরিকল্পনা—তারা কেবল একটি নতুন সোফা কেনার জন্য কিছুটা খরচ করবেন!
এই ঘটনাটি এখন জার্মানিতে ভাইরাল—যেখানে ভাগ্য সত্যিই এক পকেট দূরেই ছিল!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।