স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই বঙ্গবন্ধু কাপ-২০২১ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।
রোববার পল্টনে নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩টি লোনাসহ ৪০-২২ পয়েন্টে হারিয়েছে পোল্যান্ডকে। স্বাগতিকরা প্রথমার্ধে ২০-১১ পয়েন্টে এগিয়ে ছিল।
কোর্টে ম্যাচ গড়ানোর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৫ দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট। দলগুলো লিগ পদ্ধতিতে মুখোমুখি হচ্ছে। ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।