জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাপক তৎপরতায় ২০২০-২০২১ অর্থ বছরে গাড়ির বিরুদ্ধে দায়ের করা ৪ হাজার ১৮০টি মামলায় ১ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা হিসেবে সরকারের রাজস্ব আয় হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) জামিরুল ইসলাম জানান, সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা ট্রাফিক পুলিশ বিভাগের যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গাড়ির ফিটসেন না থাকা, হেলমেট না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন না থাকা, মোটরসাইকেলে তিনজন আরোহী বহন, রুট পারমিট না থাকা, ট্রাফিক সিগন্যাল ও বিধিনিষেধ অমান্য করায় ২০২০-২০২১ অর্থ বছরে (জুন-জুলাই) ১২ মাসে গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৪ হাজার ১৮০টি। এতে সরকারের রাজস্ব আয় হিসেবে ১ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, করোনার ঝুঁকি মাথায় নিয়ে সড়কে দায়িত্ব পালন করছে ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। এতে রাস্তায় শৃংখলা ফিরে এসেছে। সড়ক দূর্ঘটনা রোধে জেলা পুলিশের ট্রাফিক বিভাগে রেকার সংযোজন করা হয়েছে, যা আগে ছিল না। এ ছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে বালি বহন করা ট্রলি (মেসি) গুলোকে দিনের বেলা শহরে চলাচল করা নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।