জুমবাংলা ডেস্ক: পৃথক ঘটনায় জয়পুরহাট সদর ও কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সদর উপজেলার ঈশ্বরপুরে বাবুল হোসেন (২৫) নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে অটোভ্যানের ব্যাটারিতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত বাবুল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ঈশ্বরপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
অপরদিকে সন্ধ্যায় কালাই উপজেলার গাড়ইল তাল্লা গ্রামে বাড়ির পাশে বাঁশ কাটছিলেন মোজাফর হোসেন নামে এক ব্যক্তি। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মোজাফর হোসেন (৩৪) কালাই উপজেলার গাড়ইল তাল্লা গ্রামের নইমুদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ও কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক এই দু’টি মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।