Advertisement
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাপের কামড়ে ভানুমতি বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভানুমতি বিশ্বাস হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের জয়গোপাল বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় জানান, রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন ভানুমতি বিশ্বাস। রাত সাড়ে ৪টার দিকে বিষধর সাপ তাকে ছোবল দেয়। ব্যাথা অনুভুত হলে তারা ঘরের মধ্যে সাপ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।