নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মসজিদ, কাঁচা বাজারসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
প্রায় বিশ বছর পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকামুখী মহাসড়কের পাশে প্রায় ৭৩ শতাংশ জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযানে একটি নির্মাণাধীন মসজিদ, ৫০টি দোকানসহ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী সড়ক উপবিভাগে উপ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী অংশের জায়গাটি প্রায় বিশ বছর যাবত বেদখল ছিলো। মহাসড়কের পাশে ফুটপাত ছিলো না। এতে জনদুর্ভোগ লাঘবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলমুক্ত করার জন্য এ অভিযান পরিচালনা করা হয়। দখলকারীরা জায়গাটি স্থায়ীভাবে দখলের উদ্দেশ্যে একটি বহুতল মসজিদ নির্মাণ করছিলো। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের নজরে আসে। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় জমিটির মালিকানা দাবি করে আসা কাউকেই দেখা যায়নি।
সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আব্দুল লতিফ খান বলেন, সওজের এ অংশের জমিটি দীর্ঘদিন বেদখল ছিল। দখলদাররা জমিটিতে পাকা মসজিদ নির্মাণ করছিলো। জমিটি ছেড়ে দিতে তাদের নোটিশ করেছে সওজ। অভিযান পরিচালনা করে সকল স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জমিটি ভুলবশত সওজের নামে রেকর্ডভুক্ত হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলবো না।
অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।