জুমবাংলা ডেস্ক : সারাদেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। এবার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগল। গাজীপুরের টঙ্গী জংশনে দাঁড়ানো অবস্থায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
টঙ্গী জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, বিকেল ৪টা ২ মিনিটের দিকে জংশনে দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস টেনের ইঞ্জিনের ভেতর ব্যাটারীর বক্সে আগুন লেগে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়।
বিষয়টি নিশ্চত করে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরিভাবে নেভাতে সহযোগিতা করে। এ ঘটনায় কেই হতাহত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


