স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া এখন মহাসংকটে। করোনার প্রাদুর্ভাবে বিপুল অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার খরচ কমাতে ব্যাটিং কোচ গ্রায়েম হিকসহ ৪০ জন কর্মীকে ছাঁটাই করেছে সিএ। এর আগে বোর্ডের ৮০ ভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ভারতের বিপক্ষে হোম সিরিজ বাতিল হলে তাদের বিপর্যয় আরও বাড়বে। এই কঠিন সময় সবাই ঐক্যবদ্ধভাবে সমস্যা মোকাবেলার আহ্বান জানালেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।
টাকা বাঁচানোর জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের আন্তর্জাতিক সফরগুলো স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। যা করলে প্রতি বছর ৪০ মিলিয়ন ডলারের মতো খরচ বাঁচাতে পারবে সিএ। ল্যাঙ্গার বলেন, ‘সবাই একই পথে চলতে পারলে জোরালভাবে এগোনো যাবে। আমরা মিরাকল সৃষ্টি করতে পারব। কিন্তু যদি বিভক্ত হয়ে যায়, তবে একই দিকে চলতে পারব না। এটা সর্বনাশা ব্যাপার হবে। আমি খুবই আশাবাদি, সবাই একসঙ্গে চলতে পারব।’
চার বছর ধরে স্টিভ স্মিথদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছেন গ্রাহাম হিক। করোনার ছাঁটাই তালিকায় ছিল তার নাম। সেই ২০১৩ সাল থেকে বোর্ডের সঙ্গে যুক্ত আছেন গ্রায়েম হিক। তার জন্য খারাপ লাগছে ল্যাঙ্গারের, ‘গ্রায়েম হিকের চেয়ে স্বচ্ছ মানুষ আপনি পাবেন না। তার নৈতিকতাবোধ অবিশ্বাস্য। খেলাটায় তার জ্ঞানও অবিশ্বাস্য ধরনের। তাই সিদ্ধান্তটা আসলেই খুব কঠিন ছিল। কিন্তু এতে তো তার কিছু করার নেই। এটা পুরোটাই খরচ কমানোর ব্যাপার। আমরা কোভিড পরিস্থিতির কারণেই বাধ্য হয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।