Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদী থেকে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে জেলেরা মাছটি রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় গোবিন্দাসী ঘাট বাজারে তোলেন। মাছটির দাম হাঁকানো হয়েছে ৩০ হাজার টাকা।
এসময় মাছটি দেখতে উৎসুক জনতা মাছের বাজারে ভিড় জমায়।
জেলেরা জানায়, শনিবার গভীর রাতে তারা যমুনা নদীতে মাছ ধরতে যান। এসময় তাদের জালে ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পরে। পরে মাছটি স্থানীয় বাজারে তোলার পর দাম হাঁকা হয়েছে ৩০ হাজার টাকা।
কাঙ্ক্ষিত দাম পেলেই মাছটি বিক্রি করা হবে বলে জানিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।