Advertisement
চলতি বছর শেষ হতে এখনও বাকি দুই মাসেরও বেশি সময়। এর মধ্যেই আসছে বছরের শেষ দিকের টানা ছুটির সুযোগ। ডিসেম্বরের শেষ দিকে একটানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছরে আরও দুটি সাধারণ ছুটি রয়েছে—বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। বড়দিন বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে তৈরি হচ্ছে টানা তিন দিনের ছুটি।
অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে এ অনুমোদন দেওয়া হয়। নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকছে ২৮ দিন, তবে এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়ায় কার্যকর ছুটি থাকবে ১৯ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



